• ঢাকা
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বইমেলায় নূরুল নাহিদ এর প্রথম ছড়াগ্রন্থ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম;
বইমেলায় নূরুল নাহিদ এর প্রথম ছড়াগ্রন্থ
বইমেলায় নূরুল নাহিদ এর প্রথম ছড়াগ্রন্থ

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে সম্ভাবনাময় তরুণ ছড়াকার নূরুল নাহিদ এর প্রথম ছড়াগ্রন্থ 'তিড়িং বিড়িং নাচছে ফড়িং'। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মাহাপারা তাবাস্সুম। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী।.

প্রকাশক জানিয়েছেন, বইটি মেলায় প্রকাশনীর ৯৪ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ২০০ টাকা।.

বইটির ভূমিকা লিখেছেন শিশু সাহিত্যিক জনি হোসেন কাব্য। বইটিতে রয়েছে শিশুকিশোর উপযোগী ২৮টি চমৎকার ছড়া। প্রতিটি ছড়ার বিষয়বস্তু আলাদা এবং শিশুকিশোর ভাবনা দিয়ে তৈরি।.

বইটি সম্পর্কে নূরুল নাহিদ বলেন, ‘তিড়িং বিড়িং নাচছে ফড়িং’ আমার প্রথম শিশুতোষ ছড়াগ্রন্থ। শিশুকিশোরদের নীতিবান ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এমন বার্তাগুলো ছড়ার আদলে গেঁথে দিয়েছি। আশা করছি এ বইয়ের ছড়াগুলো সবার অন্তরে জায়গা করে নেবে।.

নূরুল নাহিদের জন্ম বৃহত্তর ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া নয়াপাড়া গ্রামে। সপ্তম শ্রেণিতে লেখালিখির হাতেখড়ি। পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিকসহ বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্রপত্রিকায় লেখালিখি করেন। বর্তমানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মঠ সদস্য হিসেবে নিয়োজিত আছেন। তরুণ এ ছড়াকার ২০১৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বাস করছেন।.

.

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র:

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ