• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে সাত দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর গণফ্রন্টের স্মারকলিপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম;
প্রধানমন্ত্রী বরাবর গণফ্রন্টের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর গণফ্রন্টের স্মারকলিপি

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরবার একটি স্মারণলিপি প্রদান করেছে উপজেলা শাখা জাতীয় গণফ্রন্ট।  দুপুর ১২টায় উপজেলা শাখা জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হিমেল মন্ডলের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
    .

সাত দফা দাবিতে সমূহ, ১। রক্তে লেখা ফুলবাড়ী ৬ দফা চুক্তি বাস্তাবায়ন। ফুলবাড়ী খনি আন্দোলনের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার। ২। স্বাস্থ্য বিভাগসহ সকল ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ। পর্যাপ্ত অক্সিজেন-চিকিৎসা সেবা-করোনা টিকার ব্যবস্থা। ৩। অপরিকল্পিতভাবে লকডাউন দেয়া চলবে না। দেশে কোথাও কোথাও প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সাধারণ জনগণের সাথে দূর্ব্যবহার বন্ধ। ৪। গ্রাম-শহরের গরিব-নি¤œবিত্ত মানুষদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু। ত্রাণ, সরকারি সহযোগিতা নিয়ে দুর্নীতি বন্ধ। ৫। ‘সজীব’ গ্রæপের কারখানায় ৫২ জন শ্রমিক হত্যাসহ সকল শ্রমিক হত্যাকান্ডের দ্রæত বিচার। নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে দেয়া। ৬। করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা এবং ৭। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান করে অতিদ্রæত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ খুলে দেয়া। 
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ