• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম;
ফুলবাড়ীতে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ফুলবাড়ীতে ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংস্থা আমরা করব জয় (আকজ)।.

‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৮ মার্চ) রাত ৮টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শহিদ মিনার মাঠে বসেছিল এ ব্যতিক্রম আয়োজন। এ আয়োজনের মধ্যে কোনো বিশেষ আনুষ্ঠানিকতা না থাকলেও প্রতিটি আয়োজনই ছিল উপভোগ্য।.

আয়োজিত উন্মুক্ত আলোচনায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সদস্য দেবাশিস সরকার সনজু, আরিয়ান বাবু, সহযোগি সদস্য কৃপিতা রায় বিথি, টুটুল রায়, মো. জীবন, শাহারিয়ার কবির তুষার, মো. মুন্না প্রমুখ। .

আলোচনা শেষে নারী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং সবাই নারীর প্রতি অবমাননা ও নির্যাতনের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ করান সাংবাদিক প্লাবন শুভ।  .

সবশেষে সমতার বাণী ছড়িয়ে দিতে উপস্থিত সবাই প্রজ্জ্বলিত প্রদীপের শিখার ওপরে হাত রেখে নিজেদের একতাবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।.

আলোচনা পর্বে সাংবাদিক প্লাবন শুভ বলেন, ‘আজকের আলোচনায় তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। সবাই উপস্থিত হয়ে নারী জীবনের কষ্ট ও বাস্তবতাগুলো নিয়ে নিজে নিজের অভিব্যক্তি প্রকাশ করব। আমরা ঐক্যবদ্ধ হয়ে নারীর প্রতি যেকোনো সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ