• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৩


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম;
ফুলবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৩
ফুলবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৩

দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রের  মাধ্যমে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে দুই হাজার ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনেই ৩৩ জন অনুপস্থিত ছিল।.

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলা থেকে এসএসসি থেকে এক হাজার ২১৯ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৪৩৮ জন, কারিগরি বোর্ডের অধিন এসএসসি ভোকেশনালে ৩৩৩ জন এবং দাখিল ভোকেশনালে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। .

বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ১৩ জন, ভোকেশনালে ৯ জন ও মাদ্রাসায় ৮ জন, দাখিল ভোকেশনালে ৩ জনসহ ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। .

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েয়ে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ