• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফিলিস্তিনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
ফিলিস্তিনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া
ফিলিস্তিনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী মস্কো। এমনকি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের আন্দোলনে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে।.

গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। .

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। .

আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার এবং ইউক্রেনে চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার। গত সপ্তাহে সামরিক অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। .

তিনি জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ