পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন বাড়িতে ফিরে আসার সময় তাদের বহনকারী বাসে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত দেশটির সিন্ধু প্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।.
গতকাল বুধবার রাতে বন্দর শহর করাচিকে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ ঘটনা ঘটে।.
দেশটির সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো গণমাধ্যমকে জানান, “ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ জন। বাসটিতে প্রায় ৩৫ জনের মতো যাত্রী ছিল।”.
.
আপনার মতামত লিখুন: