• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পাকিস্তান পেশোয়ারে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫৯, আহত ১৫৭


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৭ এএম;
পাকিস্তান পেশোয়ারে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫৯, আহত ১৫৭
পাকিস্তান পেশোয়ারে বিস্ফোরণ: নিহত বেড়ে ৫৯, আহত ১৫৭

পাকিস্তানে পেশোয়ার পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫৭ জন।.

আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে।.

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।.

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক লোক চাপা থাকায় মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলছে। শহরের হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে। .

পেশোয়ার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইজাজ খান গণমাধ্যমে জানান, বিস্ফোরণের পরে মসজিদের ছাদ ভেঙে পড়ে। বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের বের করে আনতে চেষ্টা করছেন।  .

পাকিস্তান মুসলিম লীগ কর্তাদের সূত্রে জানা গেছে, পেশোয়ারে পুলিশ সদরদপ্তর হলো শহরের অন্যতম নিয়ন্ত্রিত এলাকা। বিস্ফোরণের সময় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য ওই অঞ্চলে উপস্থিত ছিলেন। এটি স্পষ্ট যে, নিরাপত্তায় ঘাটতি ছিল। .

এটি এখনও অনিশ্চিত যে, বোমা বা বিস্ফোরকটি মসজিদের ভেতরেই রাখা ছিল কি না। নাকি এটি কোনো আত্মঘাতী হামলা ছিল। কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।  .

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় দায়ী হামলাকারীদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ