পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে তুরস্ক
ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম;
পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে তুরস্ক
পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে ব্যাপকভাবে তেল কিনতে শুরু করেছে ন্যাটো জোটের অন্যতম সদস্য তুরস্ক। .
ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, তুরস্কের ইতিহাসে বর্তমানে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিনছে দেশটি।.
প্রতিবেদনে আরও বলা হচ্ছে, পশ্চিমা প্রভাব বলয়ে থাকা দেশগুলোর মধ্যে তুরস্কই এখন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারকে পরিণত হয়েছে। মস্কোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বহু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি স্থগিত রেখেছে। ন্যাটো জোটের সদস্য হওয়া সত্বেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে।.
রয়টার্সের তথ্য অনুসারে, রাশিয়ার কাছ থেকে তেল ও পরিশোধিত পণ্য আমদানি করে তুরস্ক ২০২৩ সালে প্রায় ২০০ কোটি ডলার খরচ বাঁচিয়েছে। গত মাসে রাশিয়া সমুদ্রপথে যত তেল বিক্রি করেছে তার শতকরা ১৪ ভাগ একা তুরস্ক কিনেছে।.
.
আপনার মতামত লিখুন: