• ঢাকা
  • শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩০ এএম;
নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।  .

গ্রেফতার আব্দুর রহমান ওরফে বাবুল (৩২) লক্ষীপুরর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতারকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।.

 মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুর্লবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  .

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।  তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান বাবুল ও মামলার অপরাপর আসামীগণ পরষ্পর যোগসাজসে মামলার ভিকটিম নিশাত সেলিম (৫০) কে হত্যা করে। হত্যাকান্ডের পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে আদালত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানা জারি করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হ স্তান্তর করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / নোয়াখালী প্রতিনিধি:

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ