• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নেদারল্যান্ডসে ১ হাজারের অধিক জলবায়ু কর্মী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২২ এএম;
নেদারল্যান্ডসে ১ হাজারের অধিক জলবায়ু কর্মী আটক
নেদারল্যান্ডসে ১ হাজারের অধিক জলবায়ু কর্মী আটক

সড়ক অবরোধ করে বিক্ষোভ করার দায়ে নেদারল্যান্ডসে ১ হাজারের অধিক জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ।.

এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান।.

বিক্ষোভকারীরা হেগের মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। সড়কে ভিড় থাকায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে। .

দেশটির পুলিশ জানিয়েছে, আটক বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে।.

গতকাল শনিবারের ওই বিক্ষোভে বেশ কয়েকজন ডাচ তারকা উপস্থিত ছিলেন। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত।.

এদিকে এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ ১,৫৭৯ কর্মীকে আটক করেছে।.

ডাচ প্রসিকিউশন সার্ভিস বলেছে, আটকদের বেশিরভাগের নামে মামলা হবে না। কারণ এটি একটি ছোট অপরাধ। তাদের আটকের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ শেষ করা।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ