• ঢাকা
  • রবিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে- লুনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ পিএম;
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে- লুনা
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে- লুনা

 .

বিশ্বনাথ প্রতিনিধি: অন্তবর্তী সরকারের দেওয়া রূপরেখায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুরম মোঃ মোজাহিদ আলী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে এমন অভিযোগ করেন তিনি।.

 .

ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাষ্টের আয়োজনে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হল রূমে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি তার বক্তব্যে আরো বলেন; ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের মাধ্যমে দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্র রুখে দিয়েছে এদেশের ছাত্রজনতা। এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। অন্তবর্তী সরকারের কাছে সাধারণ মানুষের একমাত্র চাওয়া হচ্ছে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন। নির্বাচিত সরকারে মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশ চালাবে। কিন্তু এই পথ পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। ভিতরে ভিতরে ৩শত আসনে প্রার্থী চুড়ান্ত করে পিরআর পদ্ধতীর নামে নির্বাচন পেছানোর কুটকৌশল বাস্তবায়ন করতে চাইছে তারা। এটা হতে দেওয়া যাবেনা। সকল ষড়যন্ত্র জনগন রুখে দিতে প্রস্তুত আছে। জননেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে ফেরত দেওয়ার দাবী করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন লুনা।.

 .

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।.

ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের ট্রাষ্টী মঈনুল ইসলাম , ট্রাষ্টী জোবায়ের আহমদ, মাসুম বিল্লাহের যৌথ সঞ্চালনায় আলতাব আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ,বিশ্বনাথ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।.

 .

 .

স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেদ হোসেন, পৌর সভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ান, ট্রাষ্টী সদস্য আলী আহবাব মাসুম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, যুবদল নেতা ফখরুল ইসলাম, আতিকুর রহমান আতিক ও স্বাগত বক্তব্য রাখেন ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাষ্টের ট্রাষ্টী সাবেক যুবদল নেতা সুমন মিয়া প্রমুখ।.

দক্ষিণ সুরমা ছাত্রদল নেতা শাহিন আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি, উপজেলা ও পৌরসভা বিএনপি, ট্রাষ্টের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ