• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারী ও কন্যা শিশুর প্রতিপারিবারিক সহিংসতার বিরুদ্ধে ফুলবাড়ীতে ‘আমাদের প্রতিবাদ’


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম;
নারী ও কন্যা শিশুর প্রতিপারিবারিক সহিংসতার বিরুদ্ধে ফুলবাড়ীতে ‘আমাদের প্রতিবাদ’
নারী ও কন্যা শিশুর প্রতিপারিবারিক সহিংসতার বিরুদ্ধে ফুলবাড়ীতে ‘আমাদের প্রতিবাদ’

‘নিরব না থেকে আওয়াজ তুলুন, পারিবারিক সহিংসতা বন্ধ করুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে নারী ও কন্যা শিশুর প্রতি পারিবারিক সহিংসতার বিরুদ্ধে ‘আমাদের প্রতিবাদ’ নামক সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকেলে প্রান্তিকজনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্পের আওতায়, বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং পল্লীশ্রীর বাস্তবায়নে ইউনিয়নটির মহেশপুর চৌরাইট উচ্চ বিদ্যালয় চত্বরে নাগরিক সমাজ সংগঠন, গ্রাম নাগরিক সমাজ সংগঠন এবং নারী ক্লাবের উদ্যোগে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
    কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেতদিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আকবর হোসেন। 
    পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার ফারহানা সিদ্দিকী, ফাইন্যান্স অফিসার মাহমুদ আল ফরিদ, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, রওশন আরা, রানী বেগম, এস এস হুমায়ুন কবির, ইউপি সংরক্ষিত নারী  সদস্য রিনা পারভীন ও রেশমা বেগম, ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভা প্রধান জান্নাতুন ফেরদৌস, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বেতদিঘী ইউনিয়নের ৪টি গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সভা প্রধান, সম্পাদকসহ সকল মানবাধিকার কর্মীরা প্রমুখ।
    আলোচনা সভা চলাকালে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিভিন্ন সচেতনতামূলক লেখার প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় ৬ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ