সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এই নির্বাচন কে কেন্দ্র করে পুরো বাংলাদেশে একটি নির্বাচনী জমজমাট হাওয়া বইছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলায় ও জমে উঠেছে নির্বাচনী হাওয়া। নারায়ণগঞ্জের পাচঁটি আসনে শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি সংসদীয় আসনে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ) ৪৭ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। তথ্য সূত্রে জানা যায় তাদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। পাশাপাশি ১০ দলীয় জোটেরও একই আসনে একাধিক প্রার্থী আছেন।.
.
অপর দিকে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টেরও দু’টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী আছেন। নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রায়হান কবির গণমাধ্যম কে বলেছিলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিলের পর বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ৫০ জন। গত মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। ঐ সময় পর্যন্ত মাত্র তিনজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। .
.
আজ বুধবার (২১ জানুয়ারি ) চূড়ান্ত ৪৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় যেতে পারবেন। তবে, সেক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মানতে হবে প্রার্থীদের। পাচঁটি আসনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে রয়েছেন ৭ জন, নারায়ণগঞ্জ-২ আসনে ৬ জন, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন, নারায়ণগঞ্জ-৪ আসনে ১৩ জন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ জন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: