নারায়ণগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা
নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা।.
আজ বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।.
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন। তিনি জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।.
.
আপনার মতামত লিখুন: