• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৭ এএম;
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক
নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণ গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একটি পরিবেশবাদী গ্রুপ।  .

স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির খনিজ সম্পদ রাজ্যর কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একশ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।.

নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ তেল শোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।.

দেশটিতে বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণরা।.

এদিকে, দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ