• ঢাকা
  • বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নবীনগরের সলিমগঞ্জে উলামা পরিষদের নতুন অফিস উদ্বোধন ।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
নবীনগরের সলিমগঞ্জে উলামা পরিষদের নতুন অফিস উদ্বোধন ।
নবীনগরের সলিমগঞ্জে উলামা পরিষদের নতুন অফিস উদ্বোধন ।

ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এতিহ্যবাহী সলিমগঞ্জ বাজারে গত ০৯/০৯/২০২২ ইং রোজ শুক্রবার বাদ আছর (বিকাল আনুমানিক ০৫ঃ০০ ঘটিকায়)  উলামা পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয়। মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন শরিফের সূরা তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এবং তেলাওয়াত শেষে নাতে রাসূল পাঠ করা হয়।.

বাঞ্ছারামপুর উপজেলার (তেজখালী শাখা ও পাহাড়িয়াকান্দি শাখা) এবং নবীনগর উপজেলার (সলিমগঞ্জ শাখা, বড়িকান্দি শাখা ও শ্যামগ্রাম শাখা) সহ সর্বমোট পাচঁটি শাখা নিয়ে কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে আসন গ্রহন করেন মুফতি আব্দুল কাইয়ূম দাঃবাঃ (সভাপতি, সলিমগঞ্জ উলামা পরিষদ)।  জনাব মুফতি আব্দুল কাইয়ূম আলোচনা সভায় বলেন যে, এই সংগঠনটি একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন।.

কুরআন ও হাদীসের (সুন্নাতের) আলোকে সঠিক ইসলাম প্রচার করাই হবে সংগঠনটির মূল কাজ। আলোচনা সভায় আরোও বলা হয় যে, সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে জড়িত আছে এবং ভবিষৎতে ও মানবিক এবং সামাজিক কাজ অব্যাহত থাকবে। সভায় বিভিন্ন শাখার দায়িত্বশীল ওলামায়ে কেরামগন বক্তব্য পেশ করেন।   
 . .

ডে-নাইট-নিউজ / জিয়াউল হুদা  বাঞ্ছারামপুর ও নবীনগর প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ