• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব সমাপ্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৯ এএম;
নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব সমাপ্ত
নতুন শিক্ষাক্রমের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব সমাপ্ত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ  ও সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব সমাপ্ত হয়েছে। ঠিক এভাবেই দেশজুড়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পর্ব শেষ হয়েছে।.

গত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ছিল প্রস্তুতিমূলক সেশন (সকল বিষয়)। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক মূল্যায়ন রুটিন ছিল ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। ১৫ই জুন ছিল সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়ন উৎসব। সপ্তম শ্রেণীর গণিত ( ষাণ্মাসিক সামস্টিক) মূল্যায়ন ছিল শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়। শিক্ষার্থীরা  তিনটি ধাপে কাজগুলো সমাপ্ত করল।প্রথম ধাপে (জোড়ায় কাজ): সংখ্যার পাসওয়ার্ডের পাজল, দ্বিতীয় ধাপে (একক কাজ):  "আমাদের প্রশ্ন" "আমাদের উত্তর", তৃতীয় ধাপে (একক কাজ): লটারির মাধ্যমে প্রাপ্ত সূত্রের জন্য  মডেল তৈরি করি । ওরা খুব আনন্দের সাথে গণিত উৎসবটি সমাপ্ত করলো। শিক্ষার্থীদের মধ্যে কাজ করার আগ্রহ যেমন লক্ষণীয় সাথে সাথে কাঙ্খিত যোগ্যতা অর্জনেও সচেষ্ট। কে কতটা জানে সেটা বড় কথা নয়। বড় কথা হলো জানাটা কাজে পরিণত হয়েছে কিনা।.

কাদির পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ইকবাল হোসেন বলেন, 'এবয়সে, ষষ্ঠ ও সপ্তম  শ্রেণির শিক্ষার্থীরা দলিয় কাজ উপস্থাপন,পোষ্টার তৈরি,টিম লিডার হিসাবে লিডারশীপ প্রদর্শন বোর্ডে পাঠ উপস্থাপন,আমার কাছে মনে হয়েছে পরীক্ষার্থীরা যেন রীতিমত উৎসবে মেতেছে। ছাত্রজীবনের এক ভীতিকর অধ্যায় ছিল পরীক্ষা। এ পরিবর্তন শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।' প্রত্যেকটা শ্রেণীকক্ষ আনন্দে ভরপুর ছিল।.

নতুন শিক্ষাক্রমে বদলে গেছে প্রথাগত শিখন পদ্ধতি ও শিক্ষার্থী মূল্যায়নের ধরন। পরিবর্তন এসেছে পাঠ্য বইয়ের বিষয়বস্তু ও পাঠ বিন্যাসেও। এ নিয়ে দেশের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকদের সন্দেহ, শঙ্কা ও দোলাচলের শেষ নেই। . .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) :

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ