• ঢাকা
  • মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দক্ষিন কেরাণীগঞ্জ হতে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম;
ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ৭ জুলাই আনুমানিক ১৬:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪০ (সাতশত চল্লিশ) পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আরিফুর রহমান (২৬) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ আনুমানিক ২৩:৫৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- মো. তাহিদ জোমাদার (২২) ও মো. তারিফুল ইসলাম (২৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ