• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তুমি চলে গেলে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:০৮ এএম;
তুমি চলে গেলে
তুমি চলে গেলে

তুমি চলে গেলে 
মোহাম্মদ সায়েস্তা মিয়া
( গদ্যকাব্য--১৮/০৩/২০১২ ইং).

মুষ্টিবদ্ধ বেষ্ঠনির নিঃছিদ্র বন্ধন থেকে-
বিহঙ্গের মতো ডানা ঝাপটে তুমি উড়বে!
চোখের জল ফোটাতে বারণ করা যায় না।
অশ্রুর প্রতিবাদ নগন্যতায় ভেবে তুমি যাবেই।.

যেতে না দিলেও তুমি চলে গেলে।
সাতকাহনের লিপিত যুগের ডাইরী-
রঙ্গলীলার চুম্বাকার্ষণ ভাসছে নয়ন পাতায়।
স্মৃতির ক্যানভাসে এখন ক্ষেপনাস্ত্রের আঘাত।.

আমি ছিন্ন-ভিন্ন, ক্ষত-বিক্ষত, তুমি চলে গেলে।
প্রতিশ্রুতির কাটগড়ায় নিরন্তর দাড়ানো ছিলাম-
হাওয়ার সিঁড়ি বেয়ে স্বপ্নপুরে বুনেছি বসত।
উত্তাল ঝড়ে বিজলী বেগে বায়ুতে ভাসালে-
আজ যেন নেই চার দেয়াল মাথার উপর আসমান।.

বড্ড নিঃস্ব পাথেয়হীন, চরম আঁধারে ভেলা-
তনু-মন করবে হরণ, শেষান্তে কেন এ খেলা?
পুতিত মাইনে তুমি ভষ্ম করে দিলে-
চলে যেতে চাইলে তুমি চলে গেলে--
বাঁধন ছিড়ে, আমাকে এঁকা ফেলে।.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ