• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিজিটাল হচ্ছে বিমানের টিকিটিং প্রধানমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৩ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম;
ডিজিটাল হচ্ছে বিমানের টিকিটিং প্রধানমন্ত্রী
ডিজিটাল হচ্ছে বিমানের টিকিটিং প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশের এয়ারলাইন্স লিমিটেডের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রায় এক কোটির মতো প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। তারা বিভিন্ন সময়ে দেশে ছুটিতে আসেন। তারা এসে যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হন। তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে সব সেবা ডিজিটালাইজ করে ফেলা হবে।.

আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।.

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা প্রযুক্তির মাধ্যমে অনলাইন টিকেটিং, রিজারভেশন, বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চেক-ইনসহ অত্যাধুনিক সেবা গ্রহণের পথ উন্মোচন করতে যাচ্ছে। .

তিনি আরও বলেন, দেশের ভাবমূর্তির কথা ভেবে বিমানের যাত্রী সেবার মান আরও উন্নত করতে হবে। প্রবাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কারণ তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তাদের কল্যাণে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার। . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ