• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেক্সাসে বন্দুকধারীর হামলা, ১৮ শিশুসহ নিহত ২১


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৭ এএম;
টেক্সাসে বন্দুকধারীর হামলা, ১৮ শিশুসহ নিহত ২১
টেক্সাসে বন্দুকধারীর হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনই শিশু। গতকাল মঙ্গলবার টেক্সাসের উভালদে এলাকার একটি  এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।.

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ১৮ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদিকে গুলি করে রব এলিমেন্টারি স্কুলের দিকে যায় এবং একটি হ্যান্ডগান নিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় সম্ভবত একটি বন্দুকও তার সঙ্গে ছিল।.

গভর্নর আরও জানান, সন্দেহভাজন কিশোরের নাম সালভাদর রামোস। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থানীয় বাসিন্দা। সম্ভবত নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। হামলায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও মারা গেছে। তবে এই তিনজনের মধ্যে হামলাকারীও রয়েছেন কি না তা এখন ও নিশ্চিত হওয়া যায়নি।.

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ছোট ছোট শিশুদের স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে। এসব শিশুর বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে বলে ধারণা করা যায়।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ