• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শান্তি মিছিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম;
ঝিনাইদহে মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শান্তি মিছিল
ঝিনাইদহে মেয়র প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শান্তি মিছিল

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার প্রতিবাদে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার  শহরের পায়রা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে শহরের পুরাতন জেলখানা মোড় থেকে একটি শান্তি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। মিছিলে নারী-পুরুষসহ প্রায় হাজারো মানুষ যোগ দেন।মিছিলটির নেতৃত্ব দেন ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার ছেলে ও মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার হিজলের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল।মিছিলের পর সমাবেশে কথা বলছেন আবু শাহরিয়ার জাহেদী পিপুলএসময় শাহরিয়ার জাহেদী পিপুল বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি। কোনো অবস্থায় বিশৃঙ্খলা আমরা চাই না। কারা কিভাবে হামলা করেছে তা ঝিনাইদহের সাধারণ মানুষ দেখেছে। আমরা সঠিক বিচার চাই।তিনি আরো বলেন, ঝিনাইদহের মানুষ আমাদের পাশে আছে। আমাদের পরিবারের পাশে আছে। আমার ভাই মেয়র প্রার্থী হিজল অসুস্থ থাকায় আজ আসতে পারেন নাই।ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মো. সোহেল রানা জানান, এ ঘটনায় সাতজনের নাম নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-২৯। জাহেদী ফাউন্ডেশনের ম্যানেজার ইউনুস আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি আরো বলেন, নির্বাচনকে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সে যেই করুক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য গতকাল রবিবার (১৫ মে) সন্ধ্যায় ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার পৈতৃক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট করা হয়।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ