• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৩ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম;
ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার
ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৪৩ জন।এছাড়া শুক্রবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফলে ৯১ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এদের মধ্যে সদরে ৪৩, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুরে ১৫ ও মহেশপুরে রয়েছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৪’শ ৭১ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন।ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ববধায়ক ডা: হারুন অর রশিদ জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৬ জন।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

করোনা সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ