• ঢাকা
  • মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে নামাজে আকামত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম;
ঝিনাইদহে নামাজে আকামত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক
ঝিনাইদহে নামাজে আকামত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পুটিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোদাচ্ছের হোসেন মোল্লা (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।শুক্রবার সকালে পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোদাচ্ছের হোসেন পুটিয়া গ্রামের মৃত শুকুর হোসেন মোল্লার ছেলে।নিহতের চাচাতো ভাই সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাগরিবের নামাজে আকামত দেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ