• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪১ পিএম;
ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ আটক
ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ আটক

ঝিনাইদহে ক্যাসিনো ডন নামে খ্যাত ভুয়া সিআইপি তাওহিদ ইসলাম অস্ত্র ও বিলাসবহুল গাড়িসহ এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে এনএসআই। আজ রবিবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে এনএসআই। .

সেসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়। আটককৃত তাওহীদ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দলী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে। .

জানা গেছে, আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইন জুয়া খেলতো। দিনের বেলায় পরিহিত শার্টে স্বর্ণের ইস্টিকার মেরে গাড়িটি নিয়ে বিভিন্ন যুবকদের সাথে চুক্তি ও ঘুরাফেরা করতো এবং রাত হলে চলে যেতো চুয়াডাঙ্গা জেলাতে। .

এভাবে অনলাইনে জুয়া খেলা করে কয়েক কোটি টাকা হাতিয়েছে ওই যুবক। সে কারণে উঠতি বয়সি যুবকেরা টাকা জোগাড় করতে গিয়ে পিতা-মাতাকেও লাঞ্ছিত করে আসছিল। অনেক যুবক আবার চুরি ছিনতাই কাজের সাথে জড়িয়ে পড়ছিল। .

এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে গোপন তদন্ত চালায় তারা।  এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। .

.

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ