• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২০ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম;
জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত
জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ। এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।.

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।.

মন্ত্রীপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।.

তিনি আরও জানান, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ