• ঢাকা
  • রবিবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জুলাই সনদে স্বাক্ষর এর মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে -আহমেদ আযম খান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম;
জুলাই সনদে স্বাক্ষর এর মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে -আহমেদ আযম খান
জুলাই সনদে স্বাক্ষর এর মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে -আহমেদ আযম খান


সাদিক বিপ্লব ,বিশেষ প্রতিনিধি : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শুক্রবার জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে,  এনসিপিসহ ৪টি দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদেরকে স্বাক্ষর করার  ব্যবস্থা করবেন বর্তমান  সরকার। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে  বলেন, জনগণকে নাফরমানদের সম্পর্কে বিস্তারিত বলবেন। গতকাল শনিবার উপজেলা রোডে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু,আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, নাছির উদ্দীন সহ উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। জনাব আযম খান আরো বলেন, বিগত ১৭ বছর আপনারা অনেক অন্যায়, অত্যাচার, হামলা মামলা শিকার হয়েছেন। পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে শাসন শোষণের  দিন শেষ, শাসন শোষণ নয়, জনগণের সেবা করতে হবে।.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ