• ঢাকা
  • সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জাতির গর্বিত সন্তান সাবেক শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:১৯ পিএম;
জাতির গর্বিত সন্তান সাবেক শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ
জাতির গর্বিত সন্তান সাবেক শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ

সাবেক সফল শিক্ষা মন্ত্রী জনাব নুরুল ইসলাম ৫ জুলাই ১৯৪৫ সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজলার দক্ষিণ নয়াগ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৯ সাল থেকে একটানা দুই বারের সফল শিক্ষা মন্ত্রী ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে জে, এস, সি ও প্রাথমিক সমাপনী নামে দুটি পাবলিক পরীক্ষা শুরু করেছিলেন। যাহা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিপ্লব ঘটে।.

কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য ২০২০ সালের করোনা মহামারির মধ্য দিয়ে এই দু'টি পরীক্ষা বিলুপ্ত করেন বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি। অভিভাবকদের মতে জে এস সি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা বাদ দেওয়ায় সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা ফাউন্ডেশন তৈরিতে অনেক পিছিয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী ২০২৫ সালের মধ্যে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ শিক্ষার্থী ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।.

উল্লেখ্য, ব্রিটিশ সরকার বাংলাদেশে পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন। কিন্তু বর্তমান শিক্ষা কারিকুলামে তাহা বিলুপ্ত। গরিব মেধাবী শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে পরবর্তী তিন বছরের পড়াশোনার খরচ চালাতো কিন্তু আজ তা থেকেও বঞ্চিত। সাবেক সফল শিক্ষা মন্ত্রী জনাব নুর ইসলাম নাহিদ সাহেব প্রণীত ২০০৯ সালের সেই শিক্ষা কারিকুলাম পুণরায় চালু করলে ঘুমন্ত শিক্ষার্থীরা আবারো জাগ্রত হবে।. .

ডে-নাইট-নিউজ / এম মুখলিছুর রহমান (চুনারুঘাট, হবিগঞ্জ)

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ