• ঢাকা
  • শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চুয়াডাঙ্গা সরকারি গুদামে আসা গমের ট্রাকে এলো বালুর বস্তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম;
চুয়াডাঙ্গা সরকারি গুদামে আসা গমের ট্রাকে এলো বালুর বস্তা
চুয়াডাঙ্গা সরকারি গুদামে আসা গমের ট্রাকে এলো বালুর বস্তা

চুয়াডাঙ্গা খাদ্য গুদামে আসা গম ভর্তি ট্রাকে মিলেছে বালু আর পাথরের বস্তা। আজ রোববার দুপুরে ট্রাক থেকে গম নামানোর সময় বালুর বস্তার সন্ধান পায় শ্রমিকরা।.

এ ঘটনায় খাদ্য কর্মকর্তা ও ট্রাক চালক বলছেন পরস্পর বিরোধী কথা। ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।.

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, আজ ভোরে খুলনা থেকে গম ভর্তি ৬টি ট্রাক এসে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা খাদ্য গুদামে। দুপুরে ট্রাক ভর্তি সেসব গম নামানো শুরু হয়। গম নামানোর সময় প্রতিটি ট্রাক খুঁজে ২৮টি বালুর বস্তা ও ৪টি বড় বড় পাথরের টুকরো খুঁজে বের করা হয়।.

এ বিষয়ে চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৩শ টন গম চুয়াডাঙ্গায় বরাদ্দ হয়েছে। এই চালানে ১শ টন গম ভোর রাতে এসে পৌঁছায়। পরে ট্রাক থেকে গম নামানো শুরু হলে একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে ২৮টি বালুর বস্তা ও ৪টি বড় বড় পাথর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালু আর পাথর দিয়ে তা সমন্বয় করার চেষ্টা করা হয়েছে।  . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ