• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চালকের হার্ট অ্যাটাক, বাস-জিপের সংঘর্ষে নিহত ৯


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৭ এএম;
চালকের হার্ট অ্যাটাক, বাস-জিপের সংঘর্ষে নিহত ৯
চালকের হার্ট অ্যাটাক, বাস-জিপের সংঘর্ষে নিহত ৯

গুজরাটের মহাসড়কে একটি টয়োটা জিপ গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন।.

আজ শনিবার ভোরের দিকে গুজরাটের নবসারি জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।  .

পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে ৪৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি একটি টয়োটা ফরচুনার এসইউভি গাড়িকে ধাক্কা মারে। এতে জিপ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীদের সবার মৃত্যু হয়। এ ছাড়া, বাসযাত্রীদের মধ্যেও কয়েকজন প্রাণ হারান।.

ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। তাদের মধ্যে ১১ জনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।.

পুলিশ জানিয়েছে, বাসের চালক দুর্ঘটনার আগ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হন এবং বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।.

এ ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক জানিয়েছেন। এক টুইট বার্তায় বলেন, গুজরাটের নবসারিতে সড়ক দুর্ঘটনা হৃদয়বিদারক। যারা এই ট্র্যাজেডিতে পরিবার হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। . .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ