• ঢাকা
  • সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চাঁদা চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেয়া সেই শায়েস্তাগঞ্জ থানার ওসি বরখাস্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪২ পিএম;
চাঁদা চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেয়া সেই শায়েস্তাগঞ্জ থানার ওসি বরখাস্ত
চাঁদা চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেয়া সেই শায়েস্তাগঞ্জ থানার ওসি বরখাস্ত

সাড়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে শিল্পপ্রতিষ্ঠানে চিঠি দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। .

গত ১০ অক্টোবর শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপেরহবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কেচাঁদা চেয়ে চিঠি দিয়েছিলেন ওসি নাজমুল। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে শনিবার (১৪ অক্টোবর) বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। .

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হককে। সদস্য অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিশেষ শাখার (এসবি) পরিদর্শক রফিকুল ইসলাম। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ হেডকোয়াটারে রিপোর্ট প্রদান করলে শাস্তি দেয়া হয়।.

 তবে ওসির চিঠির পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান কোনো ধরনের সাড়া দেয়নি বলেও জানান পুলিশের কর্মকর্তা। গত ১০ অক্টোবর শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত তিনটি শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে সহযোগিতা চেয়ে পৃথক তিনটি চিঠি লেখেন।.

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।.

১০ অক্টোবর সই করা ওই চিঠিতে শারদীয় দুর্গাপূজা কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রত্যেকের কাছে সাড়ে তিন লাখ টাকার হিসাব দেয়া হয়। নাস্তা, পানীয় ফলমূল সরবরাহ করার বিষয় উল্লেখ করে পূজা কমিউনিটি পুলিশিং ডের নামে টাকা চাওয়া হয়। তিনটি চিঠিই একই রকম। চাঁদা চেয়ে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি, সহ-সভাপতি, কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। পূজা সংক্রান্ত ওই অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের নাশতা এবং আপ্যায়নের জন্য বর্ণিত মালামাল সরবরাহ করে পুলিশের সঙ্গে একাত্মতা পোষণ করার অনুরোধ করা হলো। চিঠিতে ওসি কামাল খাবারের ছয়টি আইটেমের উল্লেখ করেন। পূজা উদযাপনের নামে কাচ্চি বিরিয়ানি, জিলাপি, মিষ্টি, দই, পানি, বিভিন্ন প্রকার ফলের খরচ বাবদ এক লাখ টাকা চাওয়া হয়। একই চিঠিতে আলাদাভাবে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের জন্য আড়াই লাখ টাকার মালামাল চেয়ে হিসাব দেয়া হয়। পুলিশিং ডের কথা উল্লেখ করে প্রত্যেক চিঠিতেই ৫০০ লোকের সমাগমের কথা বলা হয়। অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের আপ্যায়নে নানা ধরনের খাবারের আয়োজন করার কথা বলেন। আইটেমে রাখা হয় কাচ্চি বিরিয়ানি, কেক, মিষ্টি, পানি বিভিন্ন প্রকার ফল। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ব্যানার, ফেস্টুন, মাইকিং, ফিল্ড ক্যাপও চাঁদার মধ্যে ধরা হয়। .

অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি চাঁদা চেয়ে অলিপুরের শিল্প প্রতিষ্ঠানে যে চিঠি দিয়েছিলেন তদন্ত কমিটি তার সত্যতা পেয়ে রিপোর্ট প্রদান করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।. .

ডে-নাইট-নিউজ /  মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ