• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ১২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৪৮ পিএম;
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।.

 .


দিবসটি উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা ও ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর  সহযোগিতায় সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. ইসাহাক আলী এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।.


শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।.


এতে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন গোস্বামী ও অফিস সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর মেজবাউল রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদে ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি উদ্যোক্তা ও সাংবাদিক কংকনা রায়, উদ্যোক্তা মো. শামীম হোসেন।.


এছাড়াও বক্তব্য রাখেন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সহ সভাপতি মূর্তুজান নাহার মিতু, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর রেজাউল ইসলাম প্রমুখ।.


এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে আনুষ্ঠানিকভাবে যুবদের মাঝে ঋণ প্রদান, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ সকলের মাঝে বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হয়।
 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ