• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২০ এএম;
কলাবাগান থানা,  পুলিশের,  দ্রুত পদক্ষেপে,  ইতালীয় নাগরিকের,  হারানো মোবাইল উদ্ধার
কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার
সূর্য আহমেদ মিঠুন  : ২৯ জুন ২০২৫ ইং তারিখে ইতালীয় নাগরিক Mr. Giuseppe Torluccio ও Miss Maria Benedera Cabitza, যারা রাজধানীর ইউনুস সেন্টারে কর্মরত, কলাবাগান থানার আওতাধীন এলাকায় আগমন করেন। এ সময় Miss Maria Benedera Cabitza তার সাথে থাকা মূল্যবান Samsung S20 Ultra মডেলের মোবাইল ফোনটি অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে ফেলেন।
 
 
 
পরবর্তীতে তারা দ্রুত কলাবাগান থানায় উপস্থিত হয়ে পুলিশের সহায়তা কামনা করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে কলাবাগান থানা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।
 
 
 
উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে Mr. Giuseppe Torluccio ও Miss Maria Benedera Cabitza-এর কাছে হস্তান্তর করা হয়। তাদের পক্ষ থেকে কলাবাগান থানা পুলিশের পেশাদারিত্ব ও দ্রুততার সঙ্গে নেওয়া উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ