
.
বিশ্বনাথ প্রতিনিধি: গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে নির্মম, নিশংসভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যা ও দেশ্ ব্যাপী সাংবাদিকদের নিরযাতনের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।.
.
রবিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যা মিশনের প্রকাশ্যে অংশ নেওয়া খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করে সবোর্চ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। এসময় দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধের আহবান জানান বক্তারা।.
.
এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস .পি সেবু।.
.
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু, সংগঠক এসএম রফিক আহমদ, মিডিয়া কর্মী নাজমুল হুদা মারফ প্রমুখ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: