
মিজানুর রহমান মিজান : গ্রাম প্রধান বাংলাদেশ।ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি সম্পন্ন একটি দেশ।সময়ে অনেক কিছুর ঘটে পরিবর্তন,পরিবর্ধন ও সংস্কার।অনেক ক্ষেত্রে ঘটে উন্নয়ন ও আধুনিকতার পথে উত্তরণ।নিত্য নুতন আবিষ্কারে হয়ে উঠে বিকশিত নানান রকমের পরিবর্তন।মানুষ চায় নতুনত্ব।চলে নতুনত্বের পথে পুরাতন ফেলে আগ্রহের সোনালী ধারায়।এক সময় গ্রামের যে কোন গৃহে গেলে দেখা যেত ছবির এ দৃশ্যটি।দেখা যেত মা,চাচীরা,ব্যস্ত আছেন কাজে নিমগ্নতায়।তৈরী করতেন পাট,রশি বা মুর্তা বেতের দ্বারা এ সকল তাকিয়া,চিকা তৈরীতে।হরেক রকম ডিজাইনে কার থেকে কে কত সুন্দর ও ফ্যাশনে,নমুনায় তৈরী করতে পারদর্শী।মা,চাচীরা কোথায় বেড়াতে গেলে তাদের উদ্দেশ্য বা লক্ষ্যই থাকতো ঐ বাড়ির মহিলার তৈরীকৃত জিনিষপত্রের দিকে। দেখে নিতেন শিখে।নিজ বাড়ি এসেই ব্যস্ত হয়ে পড়তেন ঐ দ্রব্যটি তৈরী করে নিতে। মনোযোগি হতেন কবে ঐ কর্মটি করে নিজের খায়েশ করবেন পুরণ।ছিল প্রতিযোগি মনোভাব সম্পন্নতা।কাজের প্রতি ছিলেন এতোই আগ্রহান্বিত।শখের জিনিষ তৈরীর প্রাধান্যতা।ঘরে ঘরে ছিল এ সকল দ্রব্যাদি।কাজ ব্যতীত আর যেন কিছুই ভাবতে পারতেন না।মায়েদের হাতের ছোঁয়ায় হয়ে যেত একেকটি শিল্প,দ্রব্য কারুকার্যময়।তই আনন্দে করতেন এসব কর্ম।আজ তা গেছে বনবাসে।হয়ে উঠেছি আমরা যান্ত্রিকতা নির্ভরশীল।অনীহা অনেক ক্ষেত্রে কাজ করে।অলসতা আমাদেরকে আকড়ে ধরে।স্পৃহায় ধরেছে জং,মরিচা,অনাগ্রহতা।কতই না সুন্দর লাগতো সে সকল দৃশ্যপট।তবুও আমরা চাই শৈল্পিকতা।হারিয়ে যাওয়া দৃশ্যগুলি এখন শুধু স্মৃতির পাতা নির্ভর।কল্পনায় ভেসে উঠে শুধুমাত্র মানস পটে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: