বিশ্বনাথ দেওকলস ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শনিবার, ১৬ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৪৩ পিএম;
বিশ্বনাথ দেওকলস ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ইআগস্ট) দুপুরে দেওকলস ইউনিয়নের খাসজান সৎপুরে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর সিলেট ২ (বিশ্বনাথ -ওসমানীনগর ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ঈমাদ উদ্দিন।
আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মজিদ সাবেক মেম্বার, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন, দেওকলস ইউনিয়ন যুব কমিটির সভাপতি হোসাইন আহমদ মাসুম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: