
স্টাফ রিপোর্টার:: কারিগরি শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। 'স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' প্রতিপাদ্যে রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে থেকে র্যালী শুরু হয়। র্যালীর শুভ উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।.
.
র্যালীটি পিএসসি মোড় ঘুরে মেট্রোরেল সড়ক হয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে এসে শেষ হয়।.
র্যালী শেষে সাড়ে এগারোটায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শামসুন নাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনএসডিএ এর নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডঃ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।.
.
প্রধান অতিথি তার বক্তব্যে দক্ষ মানবশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার উপরে জোর প্রদান করেন।.
দেশের জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভর্তির লক্ষ্যমাত্রা ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৫০ শতাংশ নির্ধারণ করেছেন। এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারের সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হচ্ছে।. .
ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: