• ঢাকা
  • মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

করোনার দ্বিতীয় ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে: দীপু মনি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০৬ পিএম;
করোনার দ্বিতীয় ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে: দীপু মনি
করোনার দ্বিতীয় ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে: দীপু মনি

আগমী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে তারা সশরীলে শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন। অন্যন্যদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে।.

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। .

তিনি বলেন, ১২ থেকে ১৭ বছর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের এক কোটি ২৮ লাখ শিক্ষার্থীর মধ্যে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।.

শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু করোনার কারণে ১ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তাই যেখানে শেষ সেখান থেকে শুরু করা হবে। বর্তমানে আগের চেয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। দ্রুত সময়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ