• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে হাজী এছাক হাওলাদারের স্মরণ সভা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম;
কমলনগরে হাজী এছাক হাওলাদারের স্মরণ সভা অনুষ্ঠিত
কমলনগরে হাজী এছাক হাওলাদারের স্মরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী এছাক হাওলাদার গতকাল ৩১মে দুপুর ২টা৪০ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ।রাত দশটার দিকে সুতার কোপ্টা নামক স্থানে তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার কন্যা সহ  বহু গুনগ্রাহী রেখে যান। .

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের, ছাত্র-শিক্ষক ও কমিটি মিলিত  হয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তিনি কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়সহ হাজী এছাক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্মরণসভায় ডে-নাইট নিউজের জেলা প্রতিনিধি নাসির মাহমুদ তার বক্তৃতায় বলেন মেঘনা নদী বিধৌত এই চরাঞ্চলে এক খন্ড জমি দান করার পরিপ্রেক্ষিতে কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।.

এতে চর অঞ্চলের ছিন্নমূল জেলে কৃষক ও খেটে খাওয়া মানুষের সন্তানদের পড়ালেখার দ্বার উন্মোচন করে। তার অবদানে অনেক পরিবার আছে প্রতিষ্ঠিত হয়েছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকগণ আলোচনা অংশ গ্রহণ কর।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ