• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এসএসসি পরীক্ষায় শর্টসিলেবাসের দাবিতে লক্ষীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম;
এসএসসি পরীক্ষায় শর্টসিলেবাসের দাবিতে লক্ষীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
এসএসসি পরীক্ষায় শর্টসিলেবাসের দাবিতে লক্ষীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

আগামী ২২ সালের এসএসসি পরিক্ষা (৩০%) শর্টসিলেবাসে গ্রহনের দাবিতে ঢাকা-লক্ষীপুর সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের অবরোধ তুলে দেন। .

জানা যায়, রবিবার  বেলা ১১ টার দিকে ২০২২ সালের শতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রেসক্লাব এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এসময় তারা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ার দাবীতে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে সড়ক অবরোধ করে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে দূর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা। পরে দুপুর ১২টায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাকিব, ওয়াসিম, সাদনামসহ ৫ শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।.

এর আগে  তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে।  এদিকে সড়ক অবরোধ ও বিক্ষোভ নিয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ