• ঢাকা
  • রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এবার ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ গুণ: জাহিদ মালেক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৭ পিএম;
এবার ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ গুণ: জাহিদ মালেক
এবার ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ গুণ: জাহিদ মালেক

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।.

রোগীর সংখ্যা গতবারের তুলনায় ৫ গুণ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।.

আজ সোমবার সচিবালয়ে কোভিড টিকা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  .

তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।.

জনসাধারণের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু ভালো হয়ে যায়।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ