• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ইসরায়েলে ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫২ পিএম;
ইসরায়েলে ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ
ইসরায়েলে ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সীমানার ভেতর সামরিক তাঁবু স্থাপন করেছে। আজ বুধবার (২১ জুন) সকালে ইসরায়েলের সরকারি গণমাধ্যম এই খবর প্রকাশ করেন।.

জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। সেই কর্তৃপক্ষ হলো লেবাননে থাকা জাতিসংঘের সেনাবাহিনী এবং জাতিসংঘ। .

এই ঘটনা নিয়ে গত সপ্তাহে সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকেও আলোচনা হয়। ওই সভায় বলা হয়, হিজবুল্লাহ সন্ত্রাসীরা হার দোভ সীমান্ত অতিক্রম করেছে। ইসরায়েলি সীমানার ভেতরে তারা দুইটি তাঁবু স্থাপন করেছে। ওই তাবুতে ৩-৮ জন সশস্ত্র ব্যক্তি অবস্থান করছেন।.

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এলাকাটি সেনসিটিভ। এ কারণে তারা সামরিক অ্যাকশন নিচ্ছে না। তবে তারা ভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাতে কাজ হয়নি।.

উল্লেখ্য, ২০০৬ সালের জুলাইয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ শুরু হয়। টানা ৩৩ দিনের যুদ্ধে লেবাননের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। তাদের বেশির ভাগই ছিল বেসামরিক লোকজন। অন্যদিকে ইসরায়েলি পক্ষে নিহত হয় ১৬০ জন। পরে জাতিসংঘের মধ্যস্থতায় একই বছরের ১৪ আগস্ট যুদ্ধবিরতি হয়।.

.

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ