• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আরব আমিরাতে ঈদের ছুটি থাকবে ৭ দিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২২ পিএম;
আরব আমিরাতে ঈদের ছুটি থাকবে ৭ দিন
আরব আমিরাতে ঈদের ছুটি থাকবে ৭ দিন

এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি অফিসগুলোতে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। তার সঙ্গে শনি-রোববারের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ৯ দিন। দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।.

আমিরাতে সরকারি কর্মীদের ছুটি ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে না। তবে বেসরকারি কর্মীদের ছুটির সঙ্গে এর সম্পর্ক রয়েছে।.

এ বছর রোজা ২৯টি নাকি ৩০টি হবে, তার ওপর ভিত্তি করে আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের ছুটি ছয়দিনও হতে পারে, আবার নয়দিনও হতে পারে।.

অন্যান্য হিজরি মাসের মতো রমজানও ২৯ নাকি ৩০ দিন স্থায়ী হবে, তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রমজানের পরের মাস শাওয়ালের প্রথম দিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।.

আমিরাতে এ বছর ঈদ হবে ৯ অথবা ১০ এপ্রিল। রমজান যদি ৩০ দিন স্থায়ী হয়, তাহলে ঈদ ১০ এপ্রিল; আর যদি ২৯ দিন হয়, তাহলে ঈদ ৯ এপ্রিল।.

৩০ রোজা হলে ৮ এপ্রিল (২৯ রমজান) থেকে ১২ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত পাঁচদিন ছুটি। এর আগে ও পরে যোগ হবে শনি-রোববারের চারদিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, রমজান ৩০ দিনে গেলে সরকারি কর্মীদের মতো বেসরকারি কর্মীরাও ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা নয়দিন ছুটি কাটাবেন।. .

ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ