• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আমরা ভিক্ষুকের জাতি হিসেবে থাকতে চাই না: শফিক চৌধুরী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৩ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৪ এএম;
আমরা ভিক্ষুকের জাতি হিসেবে থাকতে চাই না: শফিক চৌধুরী
আমরা ভিক্ষুকের জাতি হিসেবে থাকতে চাই না: শফিক চৌধুরী

বিগত ৭ জানুয়ারী বিশ্বনাথ ওসমানী নগরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এ অঞ্চলে উন্নয়নের দাবী এটা আমারও দাবী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। কিন্তু বিগত দিনে মহাজোটের কারণে এই আসনটি ছেড়ে দিতে হয়েছে। এখন নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি, সেই বিজয়ে আমি শফিক চৌধুরীর একার কোন কৃতিত্ব নেই। এই বিজয়ের কৃতিত্ব বিশ্বনাথ ওসমানী নগর বাসীর। আমি সংসদ সদস্য হইনি, সংসদ সদস্য হয়েছেন আপনারা।.

মন্ত্রী আমি হইনি, মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীত্ব দিয়েছেন আপনাদেরকে। নির্বাচনে আমরা যে সমস্ত ওয়াদা দিয়েছি সেই সমস্ত ওয়াদা যাতে পুরণ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে আপনাদের সহযোগীতার প্রয়োজন আছে। অগ্রাধিকার ভিত্তিতে সবার সহযোগিতায় রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট সহ উন্নয়ন হবেই হবে, কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। উপরোক্ত কথাগুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিলেট ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। .

তিনি আজ ২রা ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বৃহত্তর টেংরায় স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় বক্তাদের উন্নয়ন কাজের দাবীর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এদেশের মানুষ কিছু না কিছু পায় আর জামাত বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের সম্পদ তারা লুটপাট করে খায়।.

মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চান। আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে, আমরা ভিক্ষুকের জাতী নয়, আমরা ভিক্ষুকের জাতী হিসেবে থাকতে চাই না। প্রধানমন্ত্রী ভাতার ব্যবস্তা করেছেন, যে কারণে আজ মানুষ বিভিন্ন ভাতা পায়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে এবং বিশ্বনাথ ওসমানী নগর কে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ হবে না। সেই স্মার্ট বাংলাদেশের অংশীদার বিশ্বনাথ ওসমানী নগরের মানুষও হবে। সার্বিক ক্ষেত্রে স্মার্ট হতে হলে আমাদের মন মানসিকতা ও স্মার্ট হতে হবে।.

শুক্রবার বাদ সন্ধ্যা উপজেলার অলংকারী ইউনিয়নে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. শাহ ফরিদ আহমদ, এড. শাহ মশাহিদ আলী, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সদস্য এ এইচ এম ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ব্যাংকার তাজ উদ্দিন,  সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক এটিএম সুয়েব শিকদার, হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ নেহারুন নেছা। .

এসময় আরো বক্তব্য রাখেন, বৃক্ষ প্রেমিক সুরমা সোসাইটি ইউ'কের আহবায়ক বাশির আলী, অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি  হাজী আজম আলী প্রমুখ। .

জেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতার মিয়ার পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সেলিম আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাদিম হোসেন। .

স্বাগত বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ কমিটির সহসভাপতি টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম। .

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। .

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।. .

ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ