• ঢাকা
  • সোমবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আবিদ আজমের কণ্ঠে নতুন গান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২১ এএম;
আবিদ আজমের কণ্ঠে নতুন গান
আবিদ আজমের কণ্ঠে নতুন গান

সাংবাদিক ও সাহিত্যিক আবিদ আজম এর কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান। গানটির কথা লিখেছে অধ্যাপক ও গীতিকার আবুল খায়ের বুলবুল আর সুরারোপ করেছেন সুরকার হাবিব মোস্তফা।.

গত বুধবার (১০ মে) মা দিবসকে সামনে রেখে নান্দনিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে স্টুডিও তালহা’র ইউটিউব চ্যানেলে। মহিউদ্দিন মহির সার্বিক তত্ত্বাবধানে নির্মিত ‘মায়ের ডাক’ গানটির মিক্স মাস্টারিং এবং আবহ সঙ্গীতের দায়িত্বে ছিলেন হুমায়ূন কবির তারিফ।.

গানটি সম্পর্কে গায়ক আবিদ আজম বলেন, মায়ের প্রতি সবার আবেগ আর ভালবাসা সীমাহীন। ‘মায়ের ডাক’ শিরোনামের গানটি করার সময় বারবার কন্ঠ ভারি হয়ে আসছিলো। আমার ছোটবোন ফারজানা রহমান গানটি করতে বারবার তাগাদা দিয়ে আসছিলেন। শ্রোতাদের সামান্যতম ভালো লাগলে আমাদের শ্রম সার্থক হবে। নাগরিক সূফি সঙ্গীতজ্ঞ হাবিব মোস্তফার হৃদয়গ্রাহী সুরে গানটার প্রাণ সঞ্চার করেছে। গীতিকার বুলবুল ভাই ও তালহা মিউজিককে আন্তরিক ধন্যবাদ জানাই। মা দিবসের বিশেষ আয়োজন হিসেবে গানটি যারা শুনবেন তাদের প্রতি রইলো অফুরান কৃতজ্ঞতা।.

সুরকার হাবিব মোস্তফা বলেন, আবিদ আজমের কণ্ঠে একটি মায়া রয়েছে, মাটির মমতা রয়েছে।তার গায়কী স্বতন্ত্র্য।গানের বাণী খুব সহজ ও সাবলীল। আমি চেষ্টা করেছি, বাণীর মাঝে একাত্ম হয়ে হৃদয়গ্রাহী একটি সুর উপহার দিতে। ‘মায়ের ডাক’ গানটিতে শিল্পীর দরদি গায়কীর পরিচয় পাবেন শ্রোতারা। আশা করি, প্রত্যেকের অন্তরের গহীনে স্পর্শ করবে এই গান।.

খুশির চাঁদ, আমি মুসলমান, ভালো আছি লাখো শুকরিয়া আবিদ আজমের প্রকাশিত শ্রোতাপ্রিয় মৌলিক সঙ্গীত। এছাড়াও আবিদ আজম বিভিন্ন সময়ে কভার গান গেয়েও শ্রোতা প্রশংসা কুড়িয়েছেন।.

.

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্রঃ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ