• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ আসন শূন্য ঘোষণা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪০ এএম;
আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ আসন শূন্য ঘোষণা
আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ আসন শূন্য ঘোষণা

আ'লীগের সদ্য প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালি শহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।.

গতকাল ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন সংসদ সচিবালয়ের সচিব কে.এম. আব্দুস সালাম।.

গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আফছারুল আমীনের মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়েছে।.

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী ৯০ দিন হবে চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনের সময়।.

উল্লেখ্য, আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সালে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তিনি দেশ-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ