• ঢাকা
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আগামীকাল থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
আগামীকাল থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ
আগামীকাল থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। উক্ত সময়ের মধ্যে ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।.

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান সাংবাদিকদের জানান, নিষিদ্ধ সময়ের জন্য সরকার জেলেদের জন্য চাল বরাদ্দ দিয়েছে। গত বছরের তুলনায় ৫ কেজি চাল বেশি বরাদ্দ দেয়া হয়েছে অর্থ্যাৎ এবার ২৫ কেজি করে চাল পাবে জেলেরা। ইলিশ রক্ষায় অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ আহরণ করলে ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। .

চাঁদপুর জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৯০ কিলোমিটার এবং লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে। . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ