• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অনলাইন প্রতারণা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৫ পিএম;
অনলাইন প্রতারণা
অনলাইন প্রতারণা

অনলাইনে পণ্য কিনতে গিয়ে শুধু গ্রাহক নন, প্রতারণার শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। পণ্যের ডেলিভারি চার্জ কিংবা অগ্রিম টাকা পরিশোধ করার পর পণ্য সরবরাহ না করার মত ঘটনা ঘটছে অহরহ। অনেক সময় গছিয়ে দেয়া হচ্ছে নকল পণ্য। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে যাচাই বাছাই না করেই পণ্য ক্রয় করার ক্ষেত্রে গ্রাহক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের।  ফেসবুকে একটি পেজ খুলে গেল মাস ধরে ব্যবসা করেন এই ওয়েব সাইটটি। ফেসবুক গ্রুপে পণ্য কিনতে পোস্ট দেয়। তার দেয়া পোস্টে পণ্য আছে জানিয়ে যোগাযোগ করেন একজন। পণ্যের মূল্য বাবদ অগ্রিম ৫০ শতাংশ টাকাও পরিশোধ করেন। শেষ পর্যন্ত পণ্য তো জোটেইনি তাকে দ্বারস্থ হতে হয় অনেকের কাছে। .

ভিকটিম জানান, ওর সাথে আমার ৫০ হাজার টাকা দেয়ার করার কথা ছিলো। পরে আমি ৫০ শতাংশ টাকা পাঠিয়ে দিয়েছি। আর বাকি টাকা ক্যাশ দেয়ার কথা ছিল।.

তার করা মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ সন্ধান পায় একটি অনলাইন প্রতারক চক্রের যারা ফেসবুকে পণ্য কেনাবেচার পাইকারি গ্রুপে নামি দামি পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। যাদের টার্গেট ক্ষুদ্র ব্যবসায়ী। পণ্যের ডেলিভারি চার্জ এবং মূল্য বাবদ ৫০ শতাংশ পাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় তারা।.

ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রপ থেকে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহককে আরো সর্তক হওয়ার পরামর্শ পুলিশের।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ