সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে শনিবার (১১ নভেম্বর) আনুমানিক রাত দেড়টার দিকে সানারপাড়ের পিডিকে পাম্পের পাশের এক গ্যারেজে লাব্বাইক নামে পার্কিং করে রাখা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তথ্য মতে এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ আহত হয়নি জানা যায়।.
.
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেনি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।.
.
এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন কোনো খবর এখন পযর্ন্ত পাইনি।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: