• ঢাকা
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরে মিলল ৩ দিনের অর্ধগলিত মরদেহ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০১ এএম;
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরে মিলল ৩ দিনের অর্ধগলিত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরে মিলল ৩ দিনের অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়ি থেকে মাহবুবুর রহমান খাঁন টিটু (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।.

​বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ২০২৫) সকালে নিহতের এক বোন তাঁর খোঁজ নিতে বাড়িতে এলে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে।.

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মাহবুবুর রহমান খাঁন টিটু পূর্ব মেড্ডা এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে একাই থাকতেন। গত সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) শেষবার তাঁর এক বোনের সাথে মোবাইল ফোনে তাঁর কথা হয়েছিল। এরপর থেকে তাঁর সাথে পরিবারের আর কারো কোনো যোগাযোগ হয়নি।.

​টানা কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বৃহস্পতিবার সকালে টিটু সাহেবের বোন তাঁর খোঁজ নিতে ওই বাড়িতে আসেন। সেখানে পৌঁছানোর পর প্রতিবেশীরা তাঁকে জানান যে বাড়িটি থেকে পচা দুর্গন্ধ আসছে। এতে সন্দেহ বাড়লে বিষয়টি তাৎক্ষণিক সদর মডেল থানায় জানানো হয়।.

​খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিছানা থেকে মাহবুবুর রহমান খাঁন টিটুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।.

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. ওয়াসিম সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দেখে অনুমান করা হচ্ছে, প্রায় ৩ থেকে ৪ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে এবং দেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।.

​এসআই ওয়াসিম আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে এবং পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।. .

ডে-নাইট-নিউজ / Roman Khan

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ